ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদিতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে ইউক্রেন

ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে রোববার (২৩ মার্চ) সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আংশিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিন বছর ধরে চলা ইউক্রেনের যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভাষণে জেলেনস্কি বলেন, “আমরা আমাদের অংশীদারদের সঙ্গে যাই আলোচনা করি না কেন, পুতিনকে হামলা বন্ধ করতে একটি বাস্তবসম্মত চুক্তি মেনে নিতে চাপ দিতে হবে। যিনি এই যুদ্ধ ডেকে এনেছেন, তাকে অবশ্যই এটি প্রত্যাহার করতে হবে।”
রোববার রাতে রিয়াদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠক করেন। ওয়াশিংটন জানিয়েছে, বৈঠকে কৃষ্ণ সাগরে নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য যুদ্ধবিরতির ওপর আলোচনা করা হবে। এর আগেই, রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে সোমবার আলোচনা করার কথা রয়েছে মার্কিন প্রতিনিধিদের।
পুতিন যুক্তরাষ্ট্র-ইউক্রেনের ৩০ দিনের পূর্ণ এবং নিঃশর্ত যুদ্ধবিরতির যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তবে তিনি জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা বন্ধ করতে রাজি হয়েছেন।
জেলেনস্কি বলেন, “বিশ্বের সকলের কাছে এটা স্পষ্ট, রাশিয়াই কেবল এই যুদ্ধকে এত দূর টেনে এনেছে। ১১ মার্চ থেকে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। যদি এই প্রস্তাব মেনে নেওয়া হতো, তবে এই ধরনের হামলা এখন বন্ধ হয়ে যেত। কিন্তু রাশিয়াই এটা চালিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “রাশিয়ার ওপর চাপ না দিলে, মস্কো কূটনীতিকে অবজ্ঞা করবে এবং প্রাণনাশ চলতে থাকবে।”
আপনার মতামত লিখুন