জাপানের পশ্চিমাঞ্চলে দাবানলের তীব্রতা বাড়ছে, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

জাপানের পশ্চিমাঞ্চলে গত রাতভর অগ্নিনির্বাপণ প্রচেষ্টা সত্ত্বেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। সোমবার (২৪ মার্চ) কর্তৃপক্ষ দুই পশ্চিমাঞ্চলীয় প্রশাসনিক অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
টোকিও-ভিত্তিক কিয়োদো নিউজ জানায়, ওকায়ামা এবং এহিমে সরকারের অনুরোধে সামরিক হেলিকপ্টারগুলো অগ্নিনির্বাপক কর্মীদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয় প্রশাসন প্রায় ২ হাজার ৮০০ বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নিতে বলেছে।
এনএইচকে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, সেল্ফ ডিফেন্স ফোর্সেসের হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত বনাঞ্চলে পানি ফেলছে, এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছে।
গত রোববার ওকায়ামা অঞ্চলে শুরু হওয়া আগুন তামানো শহরে ছড়িয়ে পড়লে প্রায় ২৫০ হেক্টর এলাকা পুড়ে যায়। সোমবার পর্যন্ত ইমাবারি শহরে ১১৯ হেক্টর এলাকা দাবানলের কবলে পড়ে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওকায়ামায় বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন