শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলায় অভিযোগপত্র দাখিল।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ
শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলায় অভিযোগপত্র দাখিল।

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।

সোমবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন অভিযোগপত্রটি পর্যালোচনা করেন। এ বিষয়ে আগামী ১০ এপ্রিল শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত ১০ মার্চ দুদক শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও তাঁদের পরিবারের চার সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয়। অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীও রয়েছেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন। এতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত অনিয়মের অভিযোগে মোট ছয়টি মামলা করা হয়েছে।