গণহত্যার অস্বীকার রোধ করতে হলে আগে বিচার প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
গণহত্যার অস্বীকার রোধ করতে হলে আগে বিচার প্রয়োজন।

ব্যক্তির স্বাধীনতা এবং রাষ্ট্রীয় স্বাধীনতার অনুভূতি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া গণহত্যার বিচার দাবি এবং তা পরবর্তীতে প্রতিশোধমূলক রাজনীতির দিকে মোড় নেয়। চব্বিশের গণ-অভ্যুত্থান এর অস্বীকারের প্রবণতাও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই বিষয়ে আলোচনা হয়েছে বাংলা একাডেমিতে আয়োজিত এক সেমিনারে, যেখানে ‘গণহত্যা, অস্বীকারের প্রবণতা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিসর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক সহুল আহমদ। তিনি বলেন, গণহত্যা প্রতিরোধে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংখ্যা পৃথিবীতে খুবই কম। গণহত্যার সত্যতা অস্বীকার রোধ করতে হলে প্রথমে বিচার প্রয়োজন।

এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম এবং লেখক সারোয়ার তুষারও আলোচনা করেন, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এর বাস্তবতা তুলে ধরা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, একাত্তরের ২৫ মার্চ স্বাধীনতার প্রশ্নটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।