প্রধান উপদেষ্টা আবদুল হাফিজের সহকারী জানিয়েছেন, সরকার গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার “আপ্রাণ চেষ্টা” করছে, এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ। মঙ্গলবার, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের মিলনায়তনে আহতদের সঙ্গে মতবিনিময় এবং ঈদ উপহার বিতরণের সময় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে আহতদের জন্য বিশেষ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়া, পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান তিনি এবং তাঁদের হাতে ঈদের উপহার তুলে দেন।
আপনার মতামত লিখুন