মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবারও বাংলাদেশ বিষয়ক আলোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবারও বাংলাদেশ বিষয়ক আলোচনা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কিত আলোচনা আবার উঠে এসেছে। এক সাংবাদিক বাংলাদেশে ইসলামপন্থি চরমপন্থি হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তার বিষয়ে প্রশ্ন করলে, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সরাসরি কোনো জবাব দেননি। তবে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিফিংয়ে এক সাংবাদিক আরও জানতে চান, বাংলাদেশের সেনাপ্রধান ইসলামপন্থি চরমপন্থি হামলার বিষয়ে সতর্ক করেছেন, এবং যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত হতে রোধ করতে? এছাড়া, ড. মুহাম্মদ ইউনূস সরকারের অধীনে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ড ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে ট্যামি ব্রুস বলেন, কূটনৈতিক সমাধানই সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ।