শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরের মধ্যে বকেয়া বেতন-বোনাস চান।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ

ঈদের আগে বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে সচিবালয়ের দিকে যাওয়ার পথে পোশাকশ্রমিকদের আন্দোলন পুলিশের বাধায় ব্যাহত হয়। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব এলাকায় পুলিশ তাদের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়, যার ফলে বেশ কয়েকজন শ্রমিক, ছাত্র সংগঠনের নেতা ও পুলিশ সদস্য আহত হন। শ্রমিকরা পরে শ্রম ভবনের সামনে অবস্থান নেন এবং সংবাদ সম্মেলন করে বলেন, বৃহস্পতিবার দুপুরের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আন্দোলনকারীরা সচিবালয়ের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয় এবং পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় পুলিশের কয়েকজন সদস্য এক আন্দোলনকারীকে পেটাচ্ছেন। এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিবৃতি দিয়েছে।
আপনার মতামত লিখুন