সারজিস আলমের পঞ্চগড় সফরের দ্বিতীয় দিন: গ্রামে গ্রামে কথা বলছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড় সফরের দ্বিতীয় দিনে ভ্যানে চড়ে গ্রামে গ্রামে ঘুরছেন। সোমবারের মতো শতাধিক গাড়ির শোডাউন না দিয়ে, তিনি আজ (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত আটোয়ারী উপজেলার বিভিন্ন গ্রামে যান এবং সেখানে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন।
সারজিস আলমের সফর শুরু হয় সোমবার, যখন তিনি প্রথমবারের মতো ঢাকা থেকে সৈয়দপুর উড়োজাহাজে যান এবং সেখান থেকে সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌঁছান। এরপর তিনি শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় সফর করেন। আটোয়ারী উপজেলার নিজ বাড়ি ফিরলে তার ‘শোডাউন’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা ও সমালোচনা হয়েছে।
মঙ্গলবার সকালে তিনি ভ্যানে করে নিজের বাড়ির আশপাশের গ্রামগুলোতে যান। তিনি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে সময় কাটান। এ সম্পর্কে সারজিস তার ফেসবুক পোস্টে জানান, তিনি জীবনের প্রথম ১৭ বছর এই মাটি ও মানুষের সঙ্গে কাটিয়েছেন এবং এখানেই চিরপ্রশান্তি অনুভব করেন। তিনি আরও লেখেন, সরু আইল দিয়ে হেঁটে চলা, মাচায় বসে গল্প করা, ভ্যানে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, সবই তার চিরচেনা অভিজ্ঞতা।
আপনার মতামত লিখুন