সারজিস আলমের শতাধিক গাড়ির শোডাউন নিয়ে তাসনিম জারার প্রশ্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ
সারজিস আলমের শতাধিক গাড়ির শোডাউন নিয়ে তাসনিম জারার প্রশ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত উড়োজাহাজে চড়ে সফর করেছেন এবং বাকি ১০০ কিলোমিটার পথ শতাধিক গাড়ির বহর নিয়ে পাড়ি দিয়েছেন। তার এই শোডাউন নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি সারজিসের উদ্দেশে প্রশ্ন তোলেন। তাসনিম জানতে চান, এত বড় কর্মসূচি কীভাবে আয়োজন করা হয়েছে এবং এর অর্থের উৎস কী। তিনি সারজিসকে জনগণের কাছে সঠিক ও পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তাসনিম জারা চিঠিতে উল্লেখ করেন, সারজিস কিছুদিন আগে বলেছিলেন যে তার কাছে কোনো টাকা নেই এবং তিনি ধার করে চলছেন। কিন্তু সেই পরিস্থিতিতে এত বড় একটি আয়োজন সম্ভব হয়েছে কীভাবে, তা নিয়ে জনগণের প্রশ্ন আসা স্বাভাবিক। তিনি বলেন, এনসিপি দলের স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাই এসব প্রশ্নের উত্তর দেওয়াটা তাদের দায়িত্ব।