স্বাধীনতার সুফল এখনো পুরোপুরি পায়নি জনগণ: তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ
স্বাধীনতার সুফল এখনো পুরোপুরি পায়নি জনগণ: তারেক রহমান

বাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও জনগণ এখনো স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল। হাজার বছরের সংগ্রামের ফসল এই স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন। এ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই দিনে প্রথমেই স্মরণ করতে হয় অসংখ্য দেশপ্রেমিক শহীদের আত্মদান, যাঁদের অবিস্মরণীয় ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের মুক্তি। তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সব জাতীয় নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করেন, যাঁদের সংগ্রামের ফলে নয় মাসের যুদ্ধ শেষে বিজয় অর্জিত হয়েছিল।

তারেক রহমান বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে দেশবাসী একটি শোষণ ও বঞ্চনামুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অংশগ্রহণ করেছিল। কিন্তু দুঃখজনকভাবে স্বাধীনতার পর গণতন্ত্রবিনাশী শক্তির চক্রান্ত থেমে থাকেনি। ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তির কারণে বহুবার গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে, স্বাধীনতা ও সার্বভৌমত্বও হুমকির মুখে পড়েছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের ধারা সূচিত হলেও গণতন্ত্রবিরোধী শক্তির কারণে একটি স্থায়ী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি। একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে।

তবে তিনি মনে করেন, ফ্যাসিবাদের পতনের মাধ্যমে এখন বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে। তাই দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান স্বাধীনতা দিবসে জাতির সম্মিলিত ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে ‘৭১-এর মুক্তিযুদ্ধের মূল চেতনা ও গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।