উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর তামিম ইকবাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর তামিম ইকবাল

শারীরিক অবস্থার উন্নতি হলেও আগামী ৭২ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল তামিম ইকবালকে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানিয়েছিলেন, এই সময়ের মধ্যে তাকে অন্য কোথাও স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য সাভার থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে দেশের সাবেক এই ওপেনারকে।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তামিম সাভার থেকে ঢাকার উদ্দেশে রওনা হন এবং রাত ৮টা ৩৭ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। নিরাপত্তার বেষ্টনির মধ্যেই তাকে স্থানান্তর করা হয়। সাভারের কেপিজে হাসপাতালে থেকে হুইলচেয়ারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় তামিমকে, হার্ট অ্যাটাকের পর এটাই ছিল তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।

এদিকে, রাত ১০টায় তাকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। বিকেলে তামিমের খোঁজ নিতে সাভারের কেপিজে হাসপাতালে যান মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান। তিনি জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ইফতারের পর তাকে ঢাকায় আনা হয়েছে এবং এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামিমের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন এবং খাওয়া-দাওয়া করছেন। হৃদরোগের ঝুঁকি থাকায় আগামী ৭২ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। এছাড়া পরবর্তী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে খেলায় ফিরতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে।