ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তামিম ইকবালকে দেখতে গেছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তামিম ইকবালকে দেখতে গেছেন।

সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় তামিম ইকবালকে। হার্ট অ্যাটাকের পর গতকাল সকাল থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। সন্ধ্যার পর ঢাকায় আসার পর, এভারকেয়ার হাসপাতালে তামিমকে দেখতে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তামিমের সাথে দেখা করার পর তিনি সাংবাদিকদের বলেন, “আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ আছেন। দীর্ঘ সময় পালস না থাকার পরেও কোনো শারীরিক ক্ষতি হয়নি। আমি বিশ্বাস করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন… তাঁর মানসিক শক্তি অনেক ভালো, এবং তার পরিবারও সুস্থ আছে। ডাক্তাররা নিয়মিত দেখভাল করছেন, আশা করি দ্রুতই তিনি কেবিনে ফিরে আসবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”

তামিমের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে জানতে চাইলে, ক্রীড়া উপদেষ্টা বলেন, “ডাক্তারদের সাথে এখনো তাঁর পরিবার আলোচনা করছে। যদি তারা কোনো পরামর্শ দেয়, তাহলে পরিবার সেটি বিবেচনা করবে।”

তামিমের হার্ট অ্যাটাকের ঘটনায় সৃষ্ট শঙ্কা কাটিয়ে খুব দ্রুত তাকে মাঠে ফিরে দেখার আশা ব্যক্ত করেন আসিফ মাহমুদ, “যাঁরা বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করেছেন, তাদের মধ্যে তামিম ইকবাল অন্যতম। আল্লাহর কৃপায় তিনি সুস্থ আছেন এবং আমরা আশা করছি খুব শিগগিরই তাঁকে মাঠে দেখতে পাব।”