গণ-অভ্যুত্থানের ঘটনা নিয়ে নতুন ওয়েবসাইট চালু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত একটি ওয়েবসাইট উদ্বোধন করেছেন। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে ওয়েবসাইটটি চালু হয়। ওয়েবসাইটটি সংবাদপত্রের প্রকাশিত ঘটনাগুলিকে সময়ানুক্রমিকভাবে উপস্থাপন করেছে। এই ওয়েবসাইট থেকে গণমাধ্যমের ভূমিকা এবং গবেষণায় সহায়ক তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটে চারটি ক্যাটাগরিতে তথ্য আপলোড করা হয়েছে, যেমন স্ক্যান নিউজপেপার, নিউজ ক্লিপিং, ফটো অ্যালবাম এবং রিজিওনাল নিউজপেপার। বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন