গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচন দ্রুত আয়োজনের আহ্বান জানিয়েছেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সময় থাকতে সংস্কারের কথা বন্ধ করে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে তিনি এই বক্তব্য দেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যদি ৩১ দফা বাস্তবায়ন করতে হয়, তাহলে বিএনপিকে এক দফা দাবি আদায়ের জন্য নির্বাচন আয়োজনে বাধ্য করা উচিত। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচন আয়োজনে যত দেরি হবে, দেশের সংকট ততই বৃদ্ধি পাবে। সরকারের যে কোনো সময়ক্ষেপণ দেশের জন্য বিপদজনক হতে পারে, বলেও তিনি মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন