ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ মার্চের কালরাতের শহীদদের স্মরণে গণহত্যা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে স্মৃতি চিরন্তন চত্বরে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা মোমবাতি প্রজ্বালন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায়, অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা ইতিহাসের সবচেয়ে জঘন্য ঘটনা ছিল এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আরও বেদনাদায়ক। তিনি বলেন, “এই গণহত্যায় আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক সদস্য প্রাণ হারিয়েছেন। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা আলোচনা সভায় বক্তব্য দেন। ২৫ মার্চের গণহত্যার দৃশ্য জগন্নাথ হলের শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছিলেন। অনুষ্ঠানটি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ সঞ্চালনা করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে গণহত্যা সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা শেষে, উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা জগন্নাথ হলের গণসমাধিতে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ২৫ মার্চ রাতে, বিশ্ববিদ্যালয়ে একটি এক মিনিটের ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।