দক্ষিণ সুদানে আবারও গৃহযুদ্ধের আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ

বিবদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা বাড়ায় দক্ষিণ সুদানে পুনরায় গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। সোমবার (২৪ মার্চ) রাতে দেশটিতে নিযুক্ত জাতিসংঘ মিশনের (UNMISS) প্রধান নিকোলাস হেসম এ বিষয়ে সতর্ক করেন। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং উপরাষ্ট্রপতি রিক মাচারের অনুগত বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে, যা ক্রমেই সহিংসতার দিকে এগোচ্ছে। জাতিসংঘের মতে, বিভ্রান্তিকর তথ্য ও ঘৃণাত্মক বক্তব্য জাতিগত সংঘাত উসকে দিচ্ছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
দক্ষিণ সুদান ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভের পরপরই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে এবং ২০১৮ সালে শান্তিচুক্তির মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সম্প্রতি দেশটিতে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। মার্চের শুরুতে উপরাষ্ট্রপতি রিক মাচারের মিত্র হোয়াইট আর্মি উত্তর-পূর্বাঞ্চলীয় নীল রাজ্যের নাসির কাউন্টির একটি সামরিক ঘাঁটি দখল করে নেয়। এর জবাবে সরকারি বাহিনী রাজধানী জুবায় মাচারের বাড়ি ঘিরে ফেলে এবং তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করে। এছাড়া সামরিক বাহিনী নীল নদের ওপারে বিরোধী সম্প্রদায়ের ওপর বিমান হামলা চালিয়েছে, যা ব্যাপক হতাহতের কারণ হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতায় আনুমানিক ৬৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘ কর্মকর্তারা মনে করেন, প্রেসিডেন্ট কির এবং মাচার পরস্পরকে বিশ্বাস করতে পারছেন না, ফলে শান্তি চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। UNMISS নতুন করে গৃহযুদ্ধ রোধে আফ্রিকান ইউনিয়নসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন