ফিনিশিং দুর্বলতায় ভারতের বিপক্ষে প্রথমার্ধে লিড নিতে ব্যর্থ বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
ফিনিশিং দুর্বলতায় ভারতের বিপক্ষে প্রথমার্ধে লিড নিতে ব্যর্থ বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নেমে প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণ গড়লেও দুর্বল ফিনিশিংয়ের কারণে লিড নিতে ব্যর্থ হয় হ্যাভিয়ের কাবরেরার দল। ফলে গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে যায় দু’দল।

ম্যাচের শুরুতেই সুযোগ পায় বাংলাদেশ। কিক অফের পর হামজার বাড়ানো বলে ভারতের গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান মুজিবুর রহমান জনি, কিন্তু ফাঁকা পোস্টেও গোল করতে পারেননি তিনি। এরপর ১২ মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন ভারতের গোলরক্ষক ভিশাল। সেই বল পেয়ে সহজ সুযোগ পান হৃদয়, তবে তার দুর্বল শট গোললাইন থেকে ক্লিয়ার করেন ভারতের ডিফেন্ডার শুভাশীষ।

৩১ মিনিটে ভারতের প্রথম উল্লেখযোগ্য আক্রমণ আসে। বাঁ প্রান্ত থেকে ভেসে আসা বলে স্ট্রাইকার উদান্ত হেড করলে বাংলাদেশের গোলরক্ষক মিতুল তা ঠেকান। ফিরতি বলে ফারুক শট নিলেও শক্তি কম থাকায় সহজেই রক্ষা করেন মিতুল।

৪১ মিনিটে আরেকটি বড় সুযোগ নষ্ট করেন জনি। ভারতের এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক ভিশালের মুখোমুখি হয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও কেউই গোলের দেখা পায়নি। গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে যায় বাংলাদেশ ও ভারত।