সরকার ১২ পোশাক কারখানার মালিকের বিদেশযাত্রা নিষিদ্ধ করলো

শ্রমিকদের বকেয়া বেতন, ভাতা ও ক্ষতিপূরণ পরিশোধ না করায় ১২টি তৈরি পোশাক কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শ্রমিকদের পাওনা পরিশোধের আগ পর্যন্ত তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন না।
মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে, এবং নিষেধাজ্ঞা আজ থেকেই কার্যকর হয়েছে।
শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে ডার্ড গ্রুপের তিনটি, মাহমুদ গ্রুপের দুটি, টিএনজেড গ্রুপের চারটি, স্টাইলক্রাফট লিমিটেড, ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেড ও রোর ফ্যাশন।
শ্রম উপদেষ্টা জানান, ২৭ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে, যার মধ্যে পাঁচটিতে শ্রমিক অসন্তোষ চলছে। তিনি বলেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হয়েছে, তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং শ্রম আইন অনুযায়ী সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
বিজিএমইএ সূত্রে জানা যায়, এই কারখানাগুলোর শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের পাওনার দাবিতে আন্দোলন করে আসছেন। কেউ কেউ শ্রম মন্ত্রণালয় ও বিজিএমইএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। শ্রমিক অসন্তোষের মধ্যেই রোর ফ্যাশন, মাহমুদ গ্রুপ, স্টাইলক্রাফট ও ডার্ড গ্রুপের মালিকরা বকেয়া পরিশোধ না করেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এম সাখাওয়াত হোসেন আরও জানান, বৃহস্পতিবারের পর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এবং যদি অন্য কোনো প্রতিষ্ঠানও বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন