ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে নিন্দা জানালো নাগরিক সমাজ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে নিন্দা জানালো নাগরিক সমাজ।

নাগরিক সমাজ ফিলিস্তিনে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। ৩৯ জন দেশের নাগরিক এক বিবৃতিতে গাজাবাসীর ওপর ইসরায়েলের কাপুরুষোচিত হামলা বন্ধের দাবি জানিয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ যেসব দেশ ইসরায়েলকে এই আক্রমণে সহযোগিতা করছে, তাদের প্রতি ক্ষোভ জানানো হয়েছে। জাতিসংঘসহ অন্যান্য শান্তিপন্থী দেশগুলোকে ইসরায়েলের হামলা বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির দাবি করা হয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ২০ হাজারের বেশি শিশু। হামাসের লোকজন থাকার অজুহাতে হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, শরণার্থীশিবির, জাতিসংঘের সহায়তা প্রকল্পসহ কোনও স্থানও হামলা থেকে মুক্ত নয়। এই ধ্বংসযজ্ঞ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নৃশংসতার স্মৃতি স্মরণ করিয়ে দেয়। যুদ্ধবিরতির পরও ইসরায়েল হামলা চালিয়ে প্রায় এক হাজার মানুষকে হত্যা করেছে, যার অধিকাংশই শিশু।