শহীদ মিনারে সন্‌জীদা খাতুনকে শেষ শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৩:২১ অপরাহ্ণ
শহীদ মিনারে সন্‌জীদা খাতুনকে শেষ শ্রদ্ধা নিবেদন

শহীদ মিনারে সন্‌জীদা খাতুনকে শেষ শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন। আজ দুপুরে তাঁর কফিন শহীদ মিনারে আনা হয়, যেখানে গান, কবিতা, ও ফুলের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর পুত্রবধূ ও রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসা উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তাঁর দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যেতে চাই।” এ সময় তিনি ‘আছে দুঃখ আছে মৃত্যু’ গানটি পরিবেশন করেন। সন্‌জীদা খাতুনের মৃত্যু হয়েছে গত মঙ্গলবার, বয়স ছিল ৯২। তাঁর প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাংস্কৃতিক সংগঠক, এবং রাজনৈতিক নেতারা। ছায়ানট ও বিভিন্ন প্রতিষ্ঠানও সন্‌জীদা খাতুনকে শ্রদ্ধা নিবেদন করেছে।