ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে আগামী ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। ঈদের পর যথারীতি সাপ্তাহিক বন্ধ কার্যকর হবে।

এছাড়া, বিনা টিকিটের যাত্রীদের প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের প্রধান প্রধান স্টেশনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে, যাতে টিকিটবিহীন যাত্রীরা প্রবেশ করতে না পারেন।

নাশকতা প্রতিরোধে স্টেশন, ট্রেন ও রেললাইনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে সন্দেহজনক কার্যকলাপ কঠোরভাবে নজরদারি করা হবে এবং যেকোনো নাশকতা দমনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না, যাতে যাত্রীদের জন্য ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি পায়। বাংলাদেশ রেলওয়ের এই উদ্যোগ যাত্রীদের ঈদযাত্রাকে আরও স্বস্তিদায়ক করবে।