ঈদে ঢাকায় ১৫ হাজার পুলিশ সদস্য নিরাপত্তা নিশ্চিত করবেন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যাব পবিত্র ঈদুল ফিতরের ৯ দিনের ছুটিতে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে, এবং তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেবে এবং তল্লাশিচৌকি বসাবে। বাস, লঞ্চ, ও রেলস্টেশনগুলোতে নিরাপত্তা বাড়ানো হবে এবং সোনার দোকানগুলোতে নজরদারি চলবে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, ঈদের সময় তাঁদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে। অতিরিক্ত পুলিশ দল রাস্তায় টহল দেবে এবং বিভিন্ন এলাকায় তল্লাশিচৌকি বসাবে। র্যাবও এই সময়ে বিশেষ নজরদারি চালাবে, বিশেষত সিসি ক্যামেরা না থাকা স্থানে।
আপনার মতামত লিখুন