গণপরিষদ ও সংসদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত বাংলাদেশের জন্য ক্ষতিকর: আখতার হোসেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন মন্তব্য করেছেন, গণপরিষদ এবং সংসদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর যে চক্রান্ত চলছে, তা বাংলাদেশকে নতুন করে পিছিয়ে দেবে। তিনি বুধবার (২৬ মার্চ) রাজধানীর ইস্কাটন নেভি গলিতে এনসিপির গণ-ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এই কথা বলেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে আখতার হোসেন বলেন, একাত্তরে অর্জিত স্বাধীনতা যখন অনিশ্চিত ছিল, তখন ২৪ মার্চের আন্দোলন এসে তা আলোকিত করে। তিনি আরও বলেন, ২৪ জুলাই-আগস্ট আন্দোলন ছাড়া একাত্তরের ধারাবাহিকতা সম্ভব হতো না।
এ সময় তিনি গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, বিচার, সংস্কার ও গণপরিষদের বাস্তবতা বিবেচনা করে নতুন বাংলাদেশের রোড ম্যাপ ঘোষণা করতে হবে।
এছাড়া, জাতীয় নাগরিক পার্টি মাসব্যাপী চলমান গণ-ইফতারের আয়ের উৎস ও ব্যয়ের হিসাবও প্রকাশ করেছে।
আপনার মতামত লিখুন