গোপালগঞ্জে ‘ওয়াচ টাওয়ার’ চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ
গোপালগঞ্জে ‘ওয়াচ টাওয়ার’ চালু করা হয়েছে।

গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় একটি নতুন ওয়াচ টাওয়ার উদ্বোধন করা হয়েছে। ৭১ ফুট উচ্চতার এই টাওয়ার নির্মাণে ১০ লাখ টাকা ব্যয় হয়েছে, এবং এর নির্মাণ কাজ সম্পন্ন করেছে জেলা প্রশাসন। টাওয়ারটির চারপাশে ১০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইট স্থাপন করা হয়েছে।

২৬শে মার্চ আনুষ্ঠানিকভাবে  ওয়াচ টাওয়ারটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানিয়েছেন, এই ওয়াচ টাওয়ারের সাহায্যে ১৫০ মিটার এলাকা আলোকিত থাকবে এবং ভবিষ্যতে এখানে উচ্চক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আরও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে, যা গোপালগঞ্জবাসীর জন্য বিভিন্ন সুবিধা সৃষ্টি করবে।