চীন জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো গোপনে আড়িপাতা এবং তথ্য চুরি করছে।

চীন দাবি করেছে, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মোবাইল ফোন ও গ্লোবাল কমিউনিকেশন সিস্টেম থেকে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে। এ বিষয়টি ধরতে পেরে চীনের সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (সিসিআইএ) একটি ১১ অধ্যায়ের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো স্মার্টফোন এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থা হ্যাক, নিয়ন্ত্রণ বা অনুপ্রবেশের মাধ্যমে তথ্য চুরি করছে। তারা ওয়াই-ফাই, ব্লুটুথ, অপারেটিং সিস্টেম, সিম কার্ড, সিস্টেম সফটওয়্যার, ডেটা ক্যাবল, সেলুলার নেটওয়ার্ক, জিপিএস ও ইন্টারনেটসহ নানা মাধ্যমে গোপনে নজরদারি চালাচ্ছে।
এছাড়া, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আইটি কোম্পানির ডেটা সেন্টার, মোবাইল ইন্ডাস্ট্রি ও নেটওয়ার্ক পণ্যের মাধ্যমে ব্যাপক আক্রমণ ও অনুপ্রবেশের ক্ষমতা অর্জন করছে। প্রতিবেদনটি উল্লেখ করেছে যে, মার্কিন গোয়েন্দারা ব্যবহারকারীদের তথ্য, অ্যাকাউন্ট, ডিভাইস, অবস্থান ও অন্যান্য তথ্য চুরি করছে, যা সাইবার নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। প্রতিবেদনটি সাইবার সিকিউরিটি গবেষক এবং বিশেষজ্ঞদের গবেষণার ভিত্তিতে তৈরি করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সাইবার হামলা চালানোর জন্য প্রচুর সরঞ্জাম তৈরি করছে। তারা প্ল্যাটফর্ম যেমন লিঙ্কডইন ব্যবহার করে ইউজারদের ডেটায় বিশেষ অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করছে।
আপনার মতামত লিখুন