২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো জাপান, ইরান, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ড

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের টিকিট পেয়ে গেল এশিয়ার প্রথম দেশ জাপান। এরপরই একই অঞ্চলের ইরান নিশ্চিত করে তাদের জায়গা। ৪৮ দলের এই বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলগুলোর তালিকায় এবার যুক্ত হলো নিউজিল্যান্ডও, যারা বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পেল।
এদিকে, দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বের লড়াই চললেও ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার রাতে বলিভিয়া ও উরুগুয়ের ম্যাচ ড্র হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জায়গা। এরপর বুধবার ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ৪-১ গোলের জয় তুলে নেয় লিওনেল মেসির দল।
এ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা দলগুলোর সংখ্যা দাঁড়িয়েছে সাত। স্বাগতিক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তাদের সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে জাপান, ইরান, নিউজিল্যান্ড এবং আর্জেন্টিনা। আসন্ন বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে, যার মধ্যে এখনো অনেক জায়গা বাকি রয়েছে, আর সেই লড়াই এখনো চলছে।
আপনার মতামত লিখুন