বৈশ্বিক সাহায্য কমায় অপুষ্টি ও মৃত্যুর ঝুঁকিতে ১ কোটি ৪০ লাখ শিশু

যুক্তরাষ্ট্রসহ প্রধান আন্তর্জাতিক দাতারা সাহায্য বাজেট কমিয়ে দেওয়ায় ২০২৪ সালে অন্তত ১ কোটি ৪০ লাখ শিশু ক্ষুধা ও অপুষ্টির কারণে মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেছে ইউনিসেফ। সংস্থাটি সরকার ও জনহিতকর প্রতিষ্ঠানগুলোকে শিশুদের রক্ষায় পুষ্টি তহবিলে অবদান রাখার আহ্বান জানিয়েছে।
দুই মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তার বিলিয়নিয়ার উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বে ইউএসএআইডি কার্যত ধ্বংসের মুখে পড়ে। যদিও আদালত এই প্রচেষ্টা বন্ধের নির্দেশ দিয়েছে, তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইউএসএআইডি তাদের ৪২ বিলিয়ন ডলারের বাজেট থেকে ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করতে চলেছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ব্রিটেনসহ অন্যান্য বড় দাতা দেশও প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির অজুহাতে আন্তর্জাতিক সাহায্য কমিয়েছে বা স্থগিত রেখেছে।
এর ফলে ইউনিসেফের জরুরি পুষ্টি সহায়তা সংকটে পড়বে। তীব্র অপুষ্টিতে ভুগছে এমন ২.৪ মিলিয়ন শিশু প্রয়োজনীয় ‘ব্যবহারের জন্য প্রস্তুত থেরাপিউটিক খাবার’ পাবে না। খাদ্য সহায়তা প্রদানকারী ২,৩০০টি কেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে এবং ইউনিসেফ-সমর্থিত ২৮,০০০ খাদ্য কেন্দ্র ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থায় লাখো শিশুর জীবন সংকটাপন্ন হয়ে পড়বে।
আপনার মতামত লিখুন