জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মন্তব্য: মাদরাসা শিক্ষায় অবহেলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিশ্রুতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মন্তব্য: মাদরাসা শিক্ষায় অবহেলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিশ্রুতি

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন যে, গত দেড় দশক ধরে ইসলামিক শিক্ষার যে পড়াশোনা মাদরাসাগুলোতে হয়েছে, তা দ্বিতীয় গ্রেড হিসেবে বিবেচিত হতো। তিনি আরও বলেন, আলেম-ওলামাদের বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে তারা। হাসনাত আব্দুল্লাহ এ মন্তব্য করেন বুধবার (২৬ মার্চ) দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘জাতীয় নাগরিক পার্টি’র ইফতার মাহফিল, হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে।

তিনি বলেন, “আমরা আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে গড়ে তুলতে পেরেছি। দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকলেও, আমরা ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি ধৈর্যের পরিচয় দিয়েছি। সাম্প্রদায়িক উসকানির মুখেও আমরা একে অপরকে সমর্থন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি।”

এছাড়া তিনি উল্লেখ করেন যে, “সাম্প্রদায়িক উসকানির ফলে সিলেটের এক ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছিল, কিন্তু আমরা শান্তি বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির পথে এগিয়ে যাব।”

হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবীদ্বার আসনটি জাতীয় নাগরিক পার্টির আসন হিসেবে গড়ে তোলার কথা বলেন এবং উল্লেখ করেন যে, গত ৭ মাসে দেবীদ্বারে অনেক পরিবর্তন এসেছে। “দীর্ঘ দেড় দশকের তুলনায় অনেক উন্নতি হয়েছে,” বলেন তিনি। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টি আরও সৃষ্টিশীল উন্নয়ন কার্যক্রম চালাবে এবং বাংলাদেশকে ন্যায়, সাম্য এবং সামাজিক সুবিচারের রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম রাম্পুর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা লোকমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন প্রমুখ।