সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে দুর্নীতির দুই মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে দুর্নীতির দুই মামলা

প্রায় সাড়ে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ মুহাম্মদ আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে ১৩ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৮২৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার তিনটি ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার টাকার সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের মাধ্যমে আমেরিকার নিউইয়র্কে বাড়ি কেনার অভিযোগ রয়েছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী রেজওয়ানা নূরকে সহ-আসামি করা হয়েছে। এই মামলায় তাদের বিরুদ্ধে ৩ কোটি ৮ লাখ ৮১ হাজার ৫৬৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তার স্ত্রীর তিনটি ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৮৪৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) (৩) ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।