স্বাধীনতা দিবসে ইউনূস ও বাংলাদেশকে শুভেচ্ছা জানালেন ট্রাম্প।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বুধবার (২৬ মার্চ) ছিল বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস।
শুভেচ্ছাবার্তায় ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে তিনি ইউনূস ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, এই অন্তর্বর্তীকালীন সময় বাংলাদেশে গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের সুযোগ তৈরি করেছে এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে অংশীদারত্ব বজায় রাখতে আগ্রহী।
ট্রাম্প আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, দুই দেশ যৌথভাবে অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়া, পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বাড়াতে কাজ করবে।
তিনি তার বার্তা শেষ করেন এই বলে, “স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে আপনি ও বাংলাদেশের জনগণ আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।”
আপনার মতামত লিখুন