আবারও বিতর্কে জা মোরান্ট, গুলি করার ভঙ্গিতে ৯০ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
আবারও বিতর্কে জা মোরান্ট, গুলি করার ভঙ্গিতে ৯০ লাখ টাকা জরিমানা

সামাজিক যোগাযোগমাধ্যমে আগেও বন্দুক প্রদর্শনের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন এনবিএ তারকা জা মোরান্ট। এবার ম্যাচ চলাকালীন আঙুল দিয়ে গুলি করার ভঙ্গি করে আবারও বিপাকে পড়েছেন তিনি। এনবিএর পক্ষ থেকে মেম্ফিস গ্রিজলিসের এই তারকাকে ৭৫ হাজার মার্কিন ডলার (প্রায় ৯০ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

গত বৃহস্পতিবার মায়ামি হিটের বিপক্ষে এক ম্যাচে দুবার আঙুল উঁচিয়ে বন্দুক ছোড়ার ভঙ্গি করেন মোরান্ট। এনবিএ জানায়, পূর্ব সতর্কতা সত্ত্বেও এমন আচরণ করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন মোরান্ট। ২০২৩ সালে ইনস্টাগ্রামে লাইভে বন্দুক উঁচিয়ে উল্লাস করার ভিডিও ভাইরাল হলে তাকে ৮ ম্যাচের জন্য নিষিদ্ধ করে এনবিএ। এরপর ২০২৪-২৫ মৌসুমে অনলাইনে বন্দুক হাতে ছবি পোস্ট করায় আরও ২৫ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয় তাকে।

২০১৯ সালে এনবিএতে অভিষেক হওয়া এই তরুণ তারকা দুইবার অলস্টার দলে জায়গা করে নিয়েছেন। কিন্তু একের পর এক বিতর্কিত কাণ্ডে তার ক্যারিয়ার নিয়ে এখন প্রশ্ন উঠছে ভক্তদের মাঝেও।

এনবিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন আচরণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।