যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি: রপ্তানি সংকট মোকাবিলায় জরুরি বৈঠকে ইউনূস

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি: রপ্তানি সংকট মোকাবিলায় জরুরি বৈঠকে ইউনূস

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিবেচনায় শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক আহ্বান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, বৈঠকে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আলোচনার মূল বিষয় থাকবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দেওয়া ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক নীতি, যার আওতায় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধরনের ধাক্কা দিতে পারে, যা অর্থনীতির সামগ্রিক প্রবাহকে বিঘ্নিত করতে পারে। বিশেষ করে পোশাক শিল্পসহ প্রধান রপ্তানি খাতগুলো এই শুল্ক নীতির কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে।

আজকের বৈঠকে সম্ভাব্য প্রতিক্রিয়া, কৌশলগত করণীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ শুরু করার পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই শুল্ক নীতির প্রভাব শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশের রপ্তানি বাণিজ্যের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন এক পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া গ্রহণ সময়ের দাবি হয়ে উঠেছে।