ইউরোপের অভ্যন্তরীণ নীতিই সবচেয়ে বড় হুমকি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
ইউরোপের অভ্যন্তরীণ নীতিই সবচেয়ে বড় হুমকি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইউরোপের অভিবাসন, প্রতিরক্ষা ব্যয় ও গণতান্ত্রিক রীতিনীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার মতে, ইউরোপ এখন বহিরাগত শত্রু নয়, বরং অভ্যন্তরীণ নীতিগত ব্যর্থতার কারণে সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে। নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইউরোপের অভিবাসন নীতি তাদের সাংস্কৃতিক ভিত্তিকে নষ্ট করছে, আর প্রতিরক্ষা ও অর্থনৈতিক নীতিতে রয়েছে ভয়ানক দুর্বলতা।

তিনি বলেন, ইউরোপীয় নেতারা একদিকে রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেন, অথচ অন্যদিকে তারা রাশিয়া থেকে কোটি কোটি ডলারের গ্যাস কিনে থাকেন এবং নিজেদের জিডিপির মাত্র ১ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করেন। তুলনায়, যুক্তরাষ্ট্র প্রতিরক্ষায় তিন থেকে চার শতাংশ ব্যয় করছে। এই দ্বৈত নীতি নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।

ভ্যান্স আরও বলেন, ইউরোপের রাজনৈতিক প্রক্রিয়া গণতান্ত্রিক মানদণ্ড থেকে সরে যাচ্ছে। বিশেষ করে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ব্যবহার হওয়া কৌশলগুলো গণতন্ত্রের পরিপন্থী। উদাহরণ হিসেবে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট পদপ্রার্থী মেরিন লে পেনের কথা তুলে ধরেন, যাকে এক ক্ষুদ্র অভিযোগের ভিত্তিতে নির্বাচন থেকে বাদ দেওয়ার ও তাকে কারাবন্দি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

এই অবস্থার কারণে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও চাপ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন ভ্যান্স। তিনি বলেন, “আমরা চাই আমাদের বন্ধু রাষ্ট্রগুলো আমাদের মূল্যবোধ শেয়ার করুক। ইউরোপীয়রা অবশ্যই আমাদের বন্ধু, তবে এই সম্পর্কটি হুমকির মুখে পড়বে যদি তারা বিরোধীদের কারাগারে পাঠানোর চেষ্টা চালিয়ে যায় কিংবা নিজেদের সীমান্ত রক্ষা করতে ব্যর্থ হয়।”

ভ্যান্স ফেব্রুয়ারিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনেও একই ধরনের মন্তব্য করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন সংকটে যুক্তরাষ্ট্র একটি যৌক্তিক সমাধান চায়, তবে ইউরোপের বড় সমস্যা হলো তাদের অভ্যন্তরীণ দুর্বলতা ও নীতিগত বিচ্যুতি।