একদিনে ৪৩০ সেনা হারিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রতিদিন নতুন মাত্রা যুক্ত হচ্ছে। রাশিয়ার সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, একদিনেই ইউক্রেনীয় বাহিনীর ৪৩০ জন সেনা নিহত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ব্যাটলগ্রুপ সেন্টারের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাভচুক। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাভচুক জানান, নিহতদের পাশাপাশি ইউক্রেনের একটি লেপার্ড ট্যাঙ্ক, সাতটি সামরিক যান, ছয়টি কামান এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, ব্যাটলগ্রুপ সেন্টার ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের উসপেনোভকা বসতিতে প্রবেশ করে সেটিকে ‘মুক্ত’ করেছে এবং শত্রু প্রতিরক্ষার গভীরে অগ্রসর হচ্ছে।
তিনি আরও জানান, জভেরেভো, নোভি ইকোনোমিচেস্কি, বোগদানোভকা, ইয়েলিজাভেটোভকা, ক্রাসনোআর্মেস্ক, কোটলিনো, লেনিনো, উদাচনি এবং আলেক্সেয়েভকা অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন ইউনিটের ওপর ব্যাপক আঘাত হানা হয়েছে। এতে অ্যাসল্ট রেজিমেন্ট, যান্ত্রিক ইউনিট, রেঞ্জার ও বায়ুবাহিত ব্রিগেড এবং মনুষ্যবিহীন সিস্টেম ব্রিগেড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
যদিও ইউক্রেনীয় পক্ষ থেকে এই দাবির সত্যতা এখনো নিশ্চিত করা হয়নি, রাশিয়ার এ ধরনের ঘোষণাগুলো যুদ্ধকালীন প্রচারের অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টিতে।
এই প্রতিবেদনে যুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং উভয়পক্ষের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে, যা যুদ্ধের ভয়াবহতাকে নতুন মাত্রায় তুলে ধরছে।
আপনার মতামত লিখুন