গাজায় আবারও মানবিক বিপর্যয়ের শঙ্কা, জাতিসংঘের সতর্কতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
গাজায় আবারও মানবিক বিপর্যয়ের শঙ্কা, জাতিসংঘের সতর্কতা

গত মাসে যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর সেখানে আরও একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA)। ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, যুদ্ধবিরতি ভাঙার পর নতুন করে বাস্তুচ্যুতির ঢেউ শুরু হয়েছে, যার ফলে মাত্র ১৮ থেকে ২৩ মার্চের মধ্যেই ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষ বাস্তুহারা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১৯ লক্ষ মানুষ—যার মধ্যে হাজার হাজার শিশু রয়েছে—বোমাবর্ষণ, ভীতি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে বারবার জোরপূর্বক নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। দীর্ঘ দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের আক্রমণ শুরু করে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বর হামলায় এখন পর্যন্ত গাজায় ৫০ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চলছে।