তাড়াশে সাংবাদিকের বিরুদ্ধে হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ, দায় অস্বীকার পুলিশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ণ
তাড়াশে সাংবাদিকের বিরুদ্ধে হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ, দায় অস্বীকার পুলিশের

সিরাজগঞ্জের তাড়াশে ঘুষের অভিযোগে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

শনিবার সকাল ১১টায় সিরাজগঞ্জের একটি হোটেলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে দৈনিক ইত্তেফাকের তাড়াশ প্রতিনিধি গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী ফারজানা পারভীন এই অভিযোগ করেন।

গোলাম মোস্তফা জানান, গত সোমবার ঈদের দিন বগুড়া থেকে বাড়ি ফেরার পথে তাড়াশ—রানীহাট আঞ্চলিক সড়কে রাত সাড়ে ১১টার দিকে তাঁদের প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযোগ করতে গেলে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের অভিযোগ গ্রহণ না করে উল্টো তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন এবং স্ত্রীকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “আমার স্ত্রীর সামনে পুলিশ কর্মকর্তা আমাকে দেখে নেওয়ার হুমকি দেন এবং জানতে চান, কেন তাঁর বিরুদ্ধে নিউজ করেছি। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

উল্লেখ্য, এর আগে গত ২৩ মার্চ ইত্তেফাক অনলাইনে “টাকা দিলেই অবৈধ পুকুর খনন বৈধ হয়ে যায়” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তাড়াশে অবৈধভাবে পুকুর খননকারীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর ও তাড়াশ থানার তদন্ত কর্মকর্তা মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের মুঠোফোনে বলেন, “সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা ও তার স্ত্রী যে অভিযোগ করেছেন, তা সঠিক নয়।”