ভোটের অধিকার আদায়ে বিএনপির লড়াই এখনো শেষ হয়নি: রুমিন ফারহানা

বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশের জনগণের ভোটের অধিকার এখনো নিশ্চিত হয়নি, তাই বিএনপির আন্দোলন চলমান রয়েছে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল, তাই আমরা নির্বাচনের কথাই বলি। কিন্তু নির্বাচন ছাড়া কেউ যদি দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে ধরতে চায়, সেটা জনগণ কখনো মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “১৫ বছর আগে যারা প্রথমবার ভোটার হয়েছিল, তারা আজও ভোট দিতে পারেনি। তারা এখন ভোটাধিকার ফিরে পেতে উন্মুখ। তাই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।”
জনসভাটি অনুষ্ঠিত হয় লালপুর সূর্য কুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজন করা হয় এ কর্মসূচি।
সভায় সভাপতিত্ব করেন লালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. জামাল মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, এ বি এম মুমিনুল হক মুমিন, ভিপি জহিরুল হক লিটন, আনোয়ার হোসেন মাস্টার ও মো. নাসির মুন্সীসহ স্থানীয় নেতারা।
বক্তারা সবাই বিএনপির চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকলকে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন