মোদী-ইউনূস বৈঠক: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন বার্তা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই দ্বিপক্ষীয় বৈঠকের পেছনে ছিল ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কূটনৈতিক উদ্যোগ।
কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার এই বৈঠক নিয়ে “মোদী-ইউনূস বৈঠকে হাসিনা, সংখ্যালঘু” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল, বাংলাদেশের সঙ্গে শীর্ষ পর্যায়ে আলোচনায় বসার জন্য।
বিভিন্ন কূটনৈতিক বিশ্লেষকের মতে, বাংলাদেশে যে ভারত-বিরোধী মনোভাব ও বক্তব্য কিছু ক্ষেত্রে মাথাচাড়া দিয়ে উঠছে, তা কিছুটা প্রশমিত করতেই এই বৈঠক কার্যকর ভূমিকা রাখতে পারে। এমনকি বৈঠকের মাধ্যমে আভাস দেওয়া হয়েছে যে, দুই দেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ হতে পারে।
এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, “প্রধানমন্ত্রী ঢাকাকে জানিয়েছেন, পরিবেশকে বিষাক্ত করে দেয়, এমন কথাবার্তা এড়িয়ে যাওয়া প্রয়োজন।”
ফেসবুকে দেওয়া এক পোস্টে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব তারিক চয়নও এ সংক্রান্ত কিছু তথ্য উল্লেখ করেছেন, যা এই বৈঠকের গুরুত্ব ও প্রেক্ষাপটকে আরও পরিষ্কার করে তোলে।
এই বৈঠক শুধু দুই নেতার সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ভারত-বাংলাদেশ সম্পর্কের জটিল বাস্তবতায় একটি কৌশলগত বার্তা।
আপনার মতামত লিখুন