আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও ফরাসি আকাশসীমা অতিক্রম করলেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও ফরাসি আকাশসীমা অতিক্রম করলেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বহনকারী একটি সরকারি বিমান হাঙ্গেরি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং এরই মধ্যে ফ্রান্সের আকাশসীমা অতিক্রম করেছে। অথচ নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ফ্লাইটরাডার২৪ ওয়েবসাইটের তথ্যের বরাতে আল জাজিরা জানায়, ফরাসি আকাশসীমা ব্যবহার করা সত্ত্বেও নেতানিয়াহুর গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়নি দেশটি।

২০২৩ সালে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহু এবং ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ফ্রান্স আইসিসি’র স্বাক্ষরকারী দেশ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও বিচারকাজে সহযোগিতা করার আইনগত বাধ্যবাধকতা থাকলেও, দেশটি এখন পর্যন্ত নেতানিয়াহুর ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি। বরং এটি তৃতীয়বারের মতো তাকে বহনকারী বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলো। এর আগে ২ ফেব্রুয়ারি এবং ৯ ফেব্রুয়ারিতেও ফ্রান্স একইভাবে নেতানিয়াহুর বিমানকে মার্কিন যাত্রার জন্য তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়।

অন্যদিকে, গত সপ্তাহে হাঙ্গেরি নেতানিয়াহুকে বুদাপেস্ট সফরের আমন্ত্রণ জানানোর পরপরই আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। এতে বোঝা যায়, কিছু রাষ্ট্র আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাকে রাজনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্য করে দেখছে, যা আইনের নিরপেক্ষতা ও কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করছে।