ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনায় সিনেটর টেড ক্রুজ, রিপাবলিকানদের জন্য সতর্কবার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন তারই দল রিপাবলিকানের প্রভাবশালী সিনেটর টেড ক্রুজ। তিনি সতর্ক করে জানিয়েছেন, এই নীতির ফলে যদি অর্থনৈতিক বিপর্যয় ঘটে, তাহলে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টিকে বড় ধরনের রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
সম্প্রতি ট্রাম্প অধিকাংশ বাণিজ্য অংশীদারদের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপের ঘোষণা দেন, যার প্রভাব ইতোমধ্যে মার্কিন শেয়ারবাজারে পড়েছে। কোভিড-১৯ পরবর্তী সময়ের মধ্যে এটি সবচেয়ে বড় পতনের রূপ নেয়। চীন এরই মধ্যে আমেরিকান পণ্যের ওপর ৩৪ শতাংশ হারে পাল্টা শুল্ক আরোপ করেছে, এবং অন্যান্য দেশও প্রতিশোধমূলক পদক্ষেপের হুমকি দিয়েছে।
এক্স-পোস্টে টেক্সাসের সিনেটর ক্রুজ স্পষ্ট করে বলেন, তিনি এই নীতিকে সমর্থন করেন না এবং হোয়াইট হাউসের দাবি যে এই শুল্ক নীতি দেশকে ‘সমৃদ্ধ অর্থনীতির’ পথে এগিয়ে নেবে, তা তিনি বিশ্বাস করেন না। বরং তিনি মনে করেন, এই পদক্ষেপ বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ সৃষ্টি করতে পারে, যার ফলে দেশে চাকরি হারাবে এবং আমেরিকার অর্থনীতি প্রকৃত ক্ষতির মুখে পড়বে।
ক্রুজ আরও বলেন, এই নীতি যদি দীর্ঘমেয়াদে কার্যকর থাকে এবং তা মন্দার দিকে ঠেলে দেয়, তবে তা শুধু অর্থনৈতিকভাবেই নয়, রাজনৈতিকভাবেও ভয়াবহ হতে পারে। রিপাবলিকানদের জন্য এটি একপ্রকার ‘রক্তস্নাত’ নির্বাচন হয়ে উঠতে পারে। যদিও তিনি চান ট্রাম্পের পদক্ষেপ সফল হোক, তবুও সফলতার সংজ্ঞা নিয়ে তার ও হোয়াইট হাউসের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তার মতে, বিদেশি শুল্ক কমিয়ে আনা এবং একই সঙ্গে দেশের অভ্যন্তরেও শুল্ক হ্রাস করাই আমেরিকান সমৃদ্ধির সঠিক পথ হতে পারে।
আপনার মতামত লিখুন