গাজায় গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলকে বাংলাদেশ সরকারের তীব্র নিন্দা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে বহু নিরীহ ফিলিস্তিনি, বিশেষ করে নারী ও শিশু নিহত হয়েছেন। এতে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো বন্ধ হয়ে গেছে এবং এক ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ধারাবাহিকভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় নির্বিচার বিমান হামলা চালানোর মাধ্যমে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর জাতিগত নির্মূল অভিযানে লিপ্ত হয়েছে ইসরায়েল।
বাংলাদেশ সরকার ইসরায়েলের প্রতি অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ, সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইনের আওতায় দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানানো হয়েছে, তারা যেন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কার্যকর উদ্যোগ নেয়।
বিবৃতিতে বাংলাদেশের সরকার ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আলোচনার টেবিলে ফেরার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
বাংলাদেশ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবসমূহ অনুসরণ করে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেছে।
আপনার মতামত লিখুন