ইথিওপিয়া ইসরায়েলি রাষ্টদূতকে বহিষ্কার করেছে আফ্রিকান ইউনিয়ন

ইথিওপিয়া আফ্রিকান ইউনিয়ন (এইউ) নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। এই সিদ্ধান্ত অনুসারে, ইসরায়েলের রাষ্ট্রদূতকে আফ্রিকান ইউনিয়নের কোনো বৈঠক বা কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হবে না।
এ ঘটনার পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, রুয়ান্ডার টুটসি সম্প্রদায়ের গণহত্যার শিকারদের স্মরণে পূর্বনির্ধারিত এক অনুষ্ঠানে ইসরায়েলের রাষ্ট্রদূতকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার পর আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান তাকে তিরস্কার করে এবং এক পর্যায়ে অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন।
মারমোরস্টেইন এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আফ্রিকান ইউনিয়নের নেতারা গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকে তাদের দেশের প্রতি ইসরায়েলের ব্যবহারের ব্যাপারে যথেষ্ট স্পষ্ট নয়।
এদিকে, ইসরায়েলের বাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে এবং ১৫ মাসেরও বেশি সময় ধরে সামরিক অভিযান চালায়। গাজায় বর্তমানে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার গাজায় অভিযান বন্ধের আহ্বান জানিয়ে আসছে।
আপনার মতামত লিখুন