দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ থাকায় দীর্ঘদিন পর মাঠে ফিরলেন নাসির হোসেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ থাকায় দীর্ঘদিন পর মাঠে ফিরলেন নাসির হোসেন

দুর্নীতির দায়ে প্রায় দেড় বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার পর অবশেষে মাঠে ফিরেছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে ক্রিকেটে আবারো ফিরে আসেন তিনি।

৭ এপ্রিল সোমবার, ডিপিএলে গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নামেন নাসির। ম্যাচে ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি। তবে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। তিনে নেমে ১১ বল খেলে ৯ রান করে আউট হন। তবুও রূপগঞ্জ টাইগার্সের বড় জয় নিশ্চিত হয়, ১৬০ রানের লক্ষ্যে তারা ৯৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায়।

৩৩ বছর বয়সী নাসির হোসেন এখন জাতীয় দলের খেলার স্বপ্ন দেখছেন। ম্যাচ শেষে গণমাধ্যমকে তিনি বলেন, “যারা ক্রিকেট খেলে, তারা জাতীয় দলে খেলার জন্যই খেলে। আমিও স্বপ্ন দেখি। যদি পারফর্ম করতে পারি, অবশ্যই জাতীয় দলে খেলতে পারবো।”

জাতীয় দলে না ফিরতে পারার জন্য তিনি নির্বাচক কমিটিকে দায়ী করেছেন। নাসির বলেন, “যেবার আমি বিপিএল ভালো খেললাম, এরপর ‘এ’ দল বা প্রস্তুতি ম্যাচ— কোথাও আমাকে ডাকেনি। তো আপনি যদি পারফর্ম করার পর এসব জায়গায় না ডাকে, তাহলে জাতীয় দলে কীভাবে খেলবেন?” তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, পারফর্ম করলে জাতীয় দলে সুযোগ আসবে।”

২০২৩ সালে শেষবার বিপিএলে খেলে নাসির। ঢাকা ডমিনেটর্সের হয়ে ১২ ম্যাচে ৪৫.৭৫ গড়ে ৩৬৬ রান করেছিলেন এবং বল হাতে ১৪.০৬ গড়ে ১৬ উইকেট শিকার করেছিলেন।