ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রে পাঁচ বাংলাদেশিসহ ৪০০ শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রে পাঁচ বাংলাদেশিসহ ৪০০ শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনে অংশ নেওয়ায় পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটির সেক্রেটারি অব স্টেট মার্ক রুবিও এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, এসব শিক্ষার্থী গত দুই বছর ধরে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। তাদের মধ্যে অনেকে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। প্রশাসন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এসব শিক্ষার্থীদের শনাক্ত করে এ সিদ্ধান্ত নিয়েছে।

ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি পাঁচজন রয়েছেন—যাদের মধ্যে দুইজন সিলেট, দুইজন ঢাকা এবং একজন বগুড়া জেলার বাসিন্দা। এই খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।

বাংলাদেশি-আমেরিকান অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, তিনি ইতিমধ্যে এক ছাত্রকে আইনি সহায়তা দিচ্ছেন যাঁর স্টুডেন্ট ভিসা বাতিল হয়েছে এবং সে আদালতের শরণাপন্ন হয়েছে। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করা জরুরি এবং কোনোভাবেই যেন আইন লঙ্ঘন না হয়, তা নিশ্চিত করতে হবে।

সম্প্রতি হাভার্ড, কেন্ট স্টেট, ইউনিভার্সিটি অব অ্যাক্রন এবং মিনেসোটাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিসা বাতিল করে অনেককে গ্রেফতার ও ডিপোর্টেশনের প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার বার্কলি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮ শিক্ষার্থীকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলো উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। তারা বলছে, ফিলিস্তিনের পক্ষে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের শাস্তি দেওয়া যুক্তরাষ্ট্রের সংবিধান ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।