যুক্তরাষ্ট্রের শুল্ক প্রস্তাব পুনর্বিবেচনায় ট্রাম্পকে চিঠি প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের শুল্ক প্রস্তাব পুনর্বিবেচনায় ট্রাম্পকে চিঠি প্রধান উপদেষ্টার

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৩৭ শতাংশ মার্কিন শুল্ক প্রস্তাব তিন মাসের জন্য স্থগিতের অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার এই সময়ের মধ্যে রপ্তানি খাতকে পুনর্গঠন ও সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এতে আরও বলা হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিকে সম্মান জানায় এবং মার্কিন তুলা দ্রুত বাজারে আনতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

এর আগে রোববার (৬ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে দুটি চিঠি দেওয়া হবে—একটি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে, অন্যটি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) কাছে, যেটি পাঠাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

চিঠিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের পাশাপাশি একতরফা শুল্কবৃদ্ধি থেকে সাময়িক অব্যাহতির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।