সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বিষয়ে নতুন নির্দেশনা জারি
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ

সরকারি কাজে বিদেশ সফরের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার। সফরের প্রয়োজনীয়তা যাচাই ও প্রক্রিয়া সহজ করতে গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ পরিপত্র জারি করা হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশ সফরের অনুমতি নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওই সফরের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিশ্চিত করতে হবে।
এছাড়াও উল্লেখযোগ্য কয়েকটি দিকনির্দেশনা হলো:
- সরকারি সফরে কর্মকর্তাদের সঙ্গে তাঁদের স্বামী/স্ত্রী ও সন্তানদের অন্তর্ভুক্ত করা যাবে না।
- ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে কোনো ধরনের বিদেশ সফর কঠোরভাবে পরিহার করতে হবে।
- জরুরি প্রয়োজন ছাড়া মাননীয় উপদেষ্টা, সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিব ও সহকারী একান্ত সচিবদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।
এই নির্দেশনার মাধ্যমে সরকারি ব্যয়ের সাশ্রয় এবং সফরের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার আরও কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন