বাংলাদেশে বিনিয়োগ বাড়লে চাকরির সুযোগও বাড়বে: শফিকুল আলম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
বাংলাদেশে বিনিয়োগ বাড়লে চাকরির সুযোগও বাড়বে: শফিকুল আলম

বাংলাদেশে ব্যাপক পরিমাণে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) হলে দেশে জবের বন্যা বয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বারবার বলেছেন, বাংলাদেশে চাকরির পরিমাণ বাড়াতে হলে আমাদের ব্যাপক হারে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে হবে। এজন্য দরকার বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরা। চীন, যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক, ডাবলিনসহ নানা দেশে গিয়েই প্রফেসর ইউনূস এই বার্তা ছড়িয়ে দিচ্ছেন—বাংলাদেশ প্রস্তুত, বিনিয়োগ করুন। এই প্রচেষ্টার মাধ্যমে যদি আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারি, তাহলে দেশে বিপুল সংখ্যক মানসম্মত চাকরি সৃষ্টি হবে।

তবে প্রেস সচিব সতর্ক করে দিয়ে বলেন, শুধু চাকরি হলেই চলবে না, সেই চাকরিগুলো হতে হবে কার্যকর ও মানসম্পন্ন। এর জন্য দেশের পরিকাঠামো ও লজিস্টিক সাপোর্টকে আরও শক্তিশালী করতে হবে। একটি কার্যকর বন্দর, উন্নত সড়ক ও পরিবহন ব্যবস্থা এবং আধুনিক লজিস্টিক সাপোর্টের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়—এটি আমাদের সবার কাজ। দেশের প্রতি ইতিবাচক বার্তা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে পারলেই বিনিয়োগের পরিবেশ তৈরি হবে।

বর্তমান সময়কে তিনি একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করে বলেন, আমরা ইতোমধ্যে প্রায় আট মাস ধরে একটি স্থিতিশীল অবস্থানে রয়েছি। এখন আমাদের লক্ষ্য আরও ভালো অবস্থানে যাওয়া, যাতে বাংলাদেশের সাফল্যের গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

শেষে তিনি বলেন, প্রফেসর ইউনূস বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করতে চান। যদি তা সফল হয়, তাহলে দেশে অসংখ্য ফ্যাক্টরি গড়ে উঠবে এবং দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন হবে। এর ফলে কর্মসংস্থান বাড়বে এবং বাংলাদেশ একটি প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করবে।