ঢাকায় চলছে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৪:০০ অপরাহ্ণ
ঢাকায় চলছে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন

রাজধানী ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর আয়োজনে এ সম্মেলন শুরু হয়েছে ৭ এপ্রিল, যার মূল উদ্দেশ্য বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্কে পুরানো ধারণা ভেঙে নতুন আস্থা গড়ে তোলা।

বুধবার, ৯ এপ্রিল সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজন ব্যক্তি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া, কয়েকজন বিদেশি বিনিয়োগকারীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এবারের সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী অংশ নিয়েছেন। সম্মেলনের প্রথমদিন অনুষ্ঠিত হয় প্লেনারি সেশন, যেখানে দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু এবং বিনিয়োগকারীদের সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

প্রথম দু’দিনে বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। ৭ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ৮ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।