দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের শীর্ষ কূটনীতিকরা

প্রায় দেড় দশক ধরে স্থবির থাকা দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে নতুন করে উদ্যোগ নিয়েছে পাকিস্তান। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলোচ আগামী ১৭ এপ্রিল ঢাকা সফরে আসছেন।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, এ সফরে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সব ধরনের দ্বিপাক্ষিক ও ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয় আলোচনা করা হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে আমনার সফরের পাঁচ দিনের মাথায় ঢাকায় আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২০১২ সালের পর এটাই হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সফর নিশ্চিত হয়েছে। শিগগিরই তার সফরের নির্ধারিত তারিখ জানানো হবে।” তিনি আরও জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়েই আলোচনা হবে।
আপনার মতামত লিখুন