জাতীয় কবিতা পরিষদ ৫টি দাবি জানিয়ে ‘সংস্কৃতি রক্ষা অভিযান’ গড়ে তোলার আহ্বান জানিয়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ

জাতীয় কবিতা পরিষদ হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার জন্য ‘সংস্কৃতি রক্ষা অভিযান’ গড়ে তোলার আহ্বান জানিয়ে পাঁচটি দাবি জানিয়েছে। এ দাবিগুলো তারা ১০ এপ্রিল সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুলে ধরে।
সংবাদ সম্মেলনে কবি মোহন রায়হান বলেন, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যেকোনো ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি বলেন, এই ষড়যন্ত্র সফল হলে আমাদের হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে উত্থাপিত পাঁচটি দাবি হলো:
- নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যেকোনো ষড়যন্ত্র বা সহিংসতার আশঙ্কা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা।
- শিক্ষাপ্রতিষ্ঠানে ও গণমাধ্যমে বাংলা নববর্ষের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা।
- ধর্মীয় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
- সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে দেশব্যাপী ‘সংস্কৃতি রক্ষা অভিযান’ গড়ে তোলা।
- নববর্ষ নিয়ে যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে সাহস ও সচেতনতায় জবাব দিতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো।
এছাড়া, তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু গোষ্ঠী নববর্ষ উদযাপনকে মূর্তিপূজা আখ্যা দিয়ে কটূক্তি করছে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে উসকানিমূলক কনটেন্ট ছড়ানো হচ্ছে।
আপনার মতামত লিখুন